বর্তমান সময়ের অনলাইন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যে জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মাঝে উপরের দিকে রয়েছে Wordle নামের একটি গেম। ইন্টারনেটের নতুন সেনসেশন এই ওয়ার্ডল গেমটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কম্পিউটার প্রোগ্রামার জোশ ওয়ার্ডল। তবে মজার ব্যপার হচ্ছে প্রায় ১ মিলিয়ন ইউএস ডলারে (সম্ভাব্য) দ্য নিউ ইয়র্ক টাইমস গেমটি কিনে নিয়েছে গতকাল রাতে।
এই গেম থেকে অনেকে অনেক কিছু শিখছে, কেউ নতুন শব্দ শিখছে, কেউ মাথা খাটানো শিখছে, কেউ লজিক শিখছে, কেউ কেউ সোর্স কোড দেখে কোডিং ও শিখছে। কিন্তু আমার মতে এই গেম থেকে সবচেয়ে বড় যে জিনিসটি শেখার রয়েছে, 'Wordle' হল একটি সাম্প্রতিক উদাহরণ যে কীভাবে অনলাইনে প্রত্যেকের কাছ থেকে ব্যক্তিগত তথ্য না নিয়েই তাদের প্রভাবিত করা সম্ভব। আরও একটা ব্যপার রয়েছে, গেমের ফলাফল যদি কেউ আগে থাকতে জেনে যেতে পারে তাহলে সে খেলার আগ্রহ হারিয়ে ফেলবে।
যাই হোক গেমটা আমি দুদিন খেলেছি, তৃতীয় দিন গেমটার সোর্স কোডে যেয়ে দেখি ভবিষ্যতের রেজাল্টগুলো দেয়া রয়েছে। তাই আমার খেলার আগ্রহ কিছুটা কমে গিয়েছে।
বয়ন্টন বিচ, ফ্লোরিডা
ফেব্রুয়ারি ১, ২০২২