আমেরিকায় আপনারা যারা আসতে চাচ্ছেন তারা নিজেরা হয়তো একটা দ্বিধার মাঝে থাকেন, আমার কী যোগ্যতা আছে যে আমি আমেরিকায় যাবো? আমেরিকায় গিয়ে আমি টিকতে পারবো? অজানা অচেনা একটা দেশে আসার পর কীভাবে জীবন শুরু করবো? আমি পারবো?
বিষয়টা অনেক বড় এবং ভেবে দেখার মত অনেক কিছু এখানে রয়েছে। এবং এই যে একটা শব্দ “যোগ্যতা” এটা কিন্তু এক এক জনের এক এক রকম হয়ে থাকে। কেউ হয়তো খুব ভালো আইটি নিয়ে কাজ জানে, আবার কেউ হয়তো খুব ভালো একজন ডাক্তার ইত্যাদি।
আচ্ছা এবার আরও একটু ভেতরে যেয়ে চিন্তা করি, যে ব্যক্তি আইটির কাজ খুব ভালো জানে সে যদি আমেরিকায় যায় তাহলে কি গ্যারান্টি দেয়া সম্ভব সে আমেরিকাতেও ভালো করবে? আমার উত্তর হচ্ছে Not Necessaraily. বাংলাদেশে কেউ খুব ভালো একটা বিষয়ে, সে কিন্তু আমেরিকায় যে খারাপ করতে পারে অথবা আগের চেয়ে বেশি ভালো করতে পারে।
এখন কথা হচ্ছে এমন কেনো বিষয়টা? এইতো এখানেই অনেক ফ্যাক্টর রয়েছে, পরিবেশ পারিপার্শিকতা থেকে শুরু করে, খাওয়া দাওয়া, খরচ, যোগাযোগ ইত্যাদি নানাবিধ বিষয় রয়েছে।
তাহলে যার কোনোই যোগ্যতা নেই, সে কীভাবে আমেরিকায় গিয়ে কাজ করে সফল হবে?
সত্যি কথাটা হচ্ছে, সব মানুষের কিছু না কিছু যোগ্যতা আছে। সেই যোগ্যতাটা নিজেকে পরিমাপ করতে শিখতে হবে এবং যাচাই করে দেখতে হবে আমেরিকার মত দেশে গিয়ে কিছু করে খাওয়া সম্ভব কি না। যোগ্যতা কিন্তু শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট দিয়ে নির্ধারন করা যায় না।
আজকাল অনেক ভিডিও দেখি আমি তারা বলছে, যোগ্যতা ছাড়াই চলে আসুন স্বপ্নের দেশ আমেরিকা। আহা, শুনতে খুব ভালো লাগে। কিন্তু, যারা আসলেও যাচ্ছে আমেরিকায় এবং কাজ করছে, তাদের যোগ্যতা আছে, যোগ্যতা আছে বলেই তারা যেতে পারছে। একজন জ্যানিটরের কাজ যে করছে তার যোগ্যতা আছে বলেই সে ওই কাজ করছে। প্রতিটি কাজের জন্য যোগ্যতা থাকতে হয়। যোগ্যতা ছাড়াই আমেরিকায় আসুন এরকম কিছু রিয়েল লাইফে এক্সিস্ট করে না। এগুলো একধরনের বিজ্ঞাপন।
মূল কথাটা বলি, আপনার যোগ্যতা আপনি ভালো জানেন। যদি এখনও না জেনে থাকেন সেটাই সবার প্রথমে জানার চেষ্টা করুন, তারপর আমেরিকার মার্কেট রিসার্চ করুন, আপনার যে কাজে যোগ্যতা আছে সেই জাতীয় কাজের সংখ্যা কত। আপনি পেয়ে যাবেন আপনার আমেরিকায় গিয়ে সার্ভাইভ করার একটা সম্ভাব্য হিসেব।
আর একটা জিনিস হচ্ছ কমিউনিকেশন। ইংরেজিতে কমিউনেকট করতে পারার যে দক্ষতা, সেটা আপনাকে নিয়ে যেতে পারবে বহুদূর। যারা ইংরেজিতে কমিউনিকেট করতে অভ্যস্থ না কিন্তু ইংরেজিটা জানেন মোটামোটি, তারা একটু চেষ্টা করলেই বিষয়টা আয়ত্ব করে নিতে পারবেন। আমি কথা দিচ্ছি এটা। আপনি আমেরিকায় এসে ২-৩ মাস কিংবা তারও কম সময় যদি কোথাও কাজ করেন তাহলে কথা বলার ইংরেজিটা বেশ আয়ত্ব করে ফেলবেন।
যোগ্যতা অর্জন করতে হয়, কেউ কাউকে গিফট হিসেবে দিতে পারে না। যোগ্যতা ছাড়া আমেরিকায় যেতে পারলেও, গিয়ে লাভ নেই। যোগ্যতা আপনার আছে, সেটা খুঁজে বের করুন এবং এগিয়ে যান।
বয়নটন বিচ, ফ্লোরিডা
ফেব্রুয়ারি ২, ২০২২