সিলিকন ইমরটালিটি এবং ফলিং ইগুয়ানা


যখন একটা মানুষের জীবনাবসন হয় তখন তার আশে পাশের মানুষের মাঝে অনেকে মা অথবা বাবা হারায়, স্ত্রী অথবা স্বামী হারায়, বোন অথবা ভাই হারায়, চাচা অথবা চাচী, মামা অথবা মামী হারায় অথবা সন্তান হারায় ইত্যাদি। কিন্ত একটা জিনিস খুব খেয়াল করে ভেবে দেখার আছে এখানে, সেটা হচ্ছে মানুষটি আর সামনা সামনি থাকে না কিন্তু তার স্মৃতি ঘিরে থাকে সবার মাঝে। যে মানুষটা যত সৎ এবং সুন্দর মনে অধিকারী সে মানুষটার স্মৃতি সবচেয়ে বেশি নাড়া দিয়ে যায় সময় অসময়ে।

এখান থেকে আমাদের কী শেখার আছে? ভালো মানুষ হতে হবে, সুন্দর মনের অধিকারী হতে হবে। চেষ্টা করে যেতে অন্যের উপকার করার, সুন্দর চিন্তাভাবনা করার। এভাবেই বেচে থাকা যায় প্রজম্নের পর প্রজম্ন।

বিজ্ঞানের কল্যানে একদিন হয়তো বিষয়টা আরও অ্যাডভানসড হয়ে যাবে। কিন্তু মূল বিষয়টা একই থেকে যাবে। কোনো ব্যক্তির চিন্তা চেতনা, কল্পনাকে ধরে রেখে আপলোড করা হবে কোনো রক্ত মাংসের অ্যাভাটারে অথবা কৃত্রিম বুদ্ধিমত্বা সম্পন্ন সফটওয়্যারে। তারপর তার চিন্তা ভাবনা চেতনা আরও বিকশিত হতে থাকবে, Forever. IBM এর ব্লু ব্রেইন প্রজেক্ট এরকম কিছু একটা নিয়ে কাজ করছে শুনেছি। পুরো বিষয়টাকে আমরা কি বলতে পারি? সিলিকন ইমরটালিটি বললে কি খুব বাড়িয়ে বলা হবে?

আমি ভালো ছিলাম না, এখন ভালো থাকার চেষ্টা করছি। নানাবিধ কারন রয়েছে, সবকিছু শেয়ার করা যায় না দেখে বলতে পারছি না। আজ, জানুয়ারীর ২৯ তারিখ ২০২২ সাল। এই মুহুর্তে ফ্লোরিডায় আমি যেখানে আছি সেখানকার তাপমাত্রা ৪৯ ডিগ্রি ফারেনহাইট, অথবা 9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল এই তাপমাত্রা নেমে হবে ৩৪ ডিগ্রি ফারেনহাইটে অথবা ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি। এরকমটা ফ্লোরিডায় খুব খুব রেয়ার। ১০ বছর, ২০ বছর পরপর এরকম তাপমাত্রা মাঝে মাঝে দেখা যায়। ফ্লোরিডার উত্তর দিকে সবকিছু জমে বরফ হয়ে যাবে, এলার্ট দেয়া হয়েছে সবাইকে প্রিপেয়ার থাকার জন্য।

আর এদিকে একটা মজার জিনিস হয় ফ্লোরিডায়।ফ্লোরিডায় ইগুয়ানা অত্যন্ত বেশি, প্রায় প্রতিটি নেইবারহুডের গাছে গাছে ইগুয়ানা থাকে। এরা মানুষদের তেমন ডিস্টার্ব করে না, আর মানুষও ইগুয়ানা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে এখানে। তো ফ্লোরিডায় বর্তমানে প্রচন্ড ঠান্ডা। যখন এরকম বেশি ঠান্ডা পড়ে, গাছ থেকে ইগুয়ানা মাটিতে পড়ে যায়, কারন ইগুয়ানাগুলো জমে বরফ হয়ে যায়। জমে বরফ হলেই কিন্তু এরা মারা যায় না, তাপমাত্রা যখন দুপুরের দিকে একটু গরম হওয়া শুরু করে তখন ইগুয়ানাগুলো আবার নড়াচড়া শুরু করে। এই বিষয়টাকে বলে ফলিং ইগুয়ানা গুগলে সার্চ করলে এই ইন্টারেস্টিং বিষয়টিনিয়ে আরও জানতে পারবেন।

 

বয়নটন বিচ ফ্লোরিডা
জানুয়ারি ২৯, ২০২২

Our Guarantee

Share your guarantees with your customers.

Our Guarantee

Share your guarantees with your customers.

Our Guarantee

Share your guarantees with your customers.

Our Guarantee

Share your guarantees with your customers.