যুক্তরাষ্ট্রে যদি আমার পছন্দের জায়গাগুলোর নাম বলতে বলা হয় তাহলে সবার উপরে থাকবে বেস্টবাই। আমি আসলে গ্যাজেট লাভার। এমনও অনেক দিন কেটেছে যে শুধু ঘুরব বলে বেস্ট বাইতে গিয়েছি। আজ অবশ্য একটা স্পিকার স্টোর পিক-আপ করতে গিয়েছিলাম, সেই সাথে মনে হল কিছু ছবি তুলে রাখি তাহলে হয়ত লিখতে পারব।
প্রথমে ছোট কয়েকটি তথ্য দেই, দেখুন তো! আগে এগুলো জানতেন কিনা। আমেরিকান মাল্টিন্যাশনাল কনজ্যুমার ইলেকট্রনিকস করপোরেশন "Best Buy" যাত্রা শুরু করে ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটাতে। এবং এর হেডকোয়ার্টারও সেখানেই। গ্লোবালি এর সর্বমোট ১৯১৫ টি স্টোর রয়েছে। এর বেশ কয়েকটি সাবসিডিয়ারি রয়েছে যার মধ্যে গিকস্কোয়াড এবং ন্যাপস্টার অন্যতম। আরও বেশি জানতে চাইলে গুগল করুন।
আমি যে বেস্টবাইতে সবচেয়ে বেশিবার গিয়েছি সেটা বয়নটন বিচ, ফ্লোরিডায় অবস্থিত। বাসা থেকে যেতে সময় লাগে মাত্র ১০ মিনিট। প্রথমে লাইনে দাড়িয়ে আমার অর্ডার দেয়া প্রোডাক্ট পিকআপ করলাম। এরপর সেই ভারি বস্তুটি টেনে টেনে চারপাশে ঘুরলাম আর ছবি তুললাম। আমার মিসেস সেই ভারি বস্তু টানাতে যথেষ্ট হেল্প করেছে।
প্রথমে গেলাম অ্যাপল প্রোডাক্টস সেকশনে। লেট ২০১৫ তে আসা আইম্যাক, আইফোন সিক্স এস এবং আইপ্যাড প্রো ছাড়া আপাতত নতুন কিছু নেই। তবে অচিরে এখানে নতুন কিছু একটা আসবে, আর্লি ২০১৬ রিলিজ। অ্যাপল সেকশনের পাশেই সিডি ডিভিডি সেকশন। ব্লু-রে ডিভিডিও পাওয়া যায় বিভিন্ন মুভির। সিডি ডিভিডি আইল এর সামনে তিনটি ডাম্পিং বক্স চোখে পড়ার মত। এখানে পুরনো দিনের অডিও সিডি, মুভির ডিভিডি ইত্যাদি স্বল্প মূল্যে বিক্রয়ের জন্য রাখা। সমস্যা একটাই, খুঁজে বের করতে সময় লাগবে।
আশে পাশে তাকিয়ে আমার মিসেস কে দেখতে না পেয়ে ঘুরে ঘুরে খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম, স্যামসাং আলট্রা এইচডি টিভির সামনে দাড়িয়ে সে দুটো টিভি'র মডেল পরখ করছে। আমরা দু'জন মিলে অ্যানালাইসিস করলাম। মিসেস নতুন টিভি কিনতে ইচ্ছুক। সে স্যামসাং ছাড়া কিনবেই না, আমি বলেছি আই উইল গো ফর সনি। দেখা যাক অবশেষে কি কেনা হয়। আমি মিসেস কে স্যামসাং টিভির সেকশনে রেখে হোম থিয়েটার সিস্টেম দেখতে চলে এলাম। দেখে তো মাথা নষ্ট, এমন হলে তো সারা জীবনটাই কাটবে মুভি দেখে।
হোম থিয়েটার সেকশন থেকে মিসেসের কাছে যাচ্ছিলাম, মাঝে সনির সেকশন দেখে দাড়ালাম। ওরা সেল দিচ্ছে। সুযোগ কি কাজে লাগানো উচিত? ভাবছিলাম। মনে হলো সেল সারা বছরই কিছু না কিছু থাকে, আমাদের আরও অ্যানালাইসিস করে কেনা উচিত।
ঘুরতে ঘুরতে আমরা ক্রমশ ড্রোন সেকশনের কাছাকাছি চলে এসেছি। তবে দুঃখের বিষয় হলো মাস ২ আগে যতগুলো ড্রোন এখানে ছিল আজ সেখানে তার থেকে মাত্র দুটো পড়ে আছে। বড়রা আজকাল খুব বেশি ড্রোন নিয়ে খেলা করছে। পাশেই ছিল কনসোল গেমিং সেকশন।
Sphero 2.0 রোবোটিক বল
কনসোল গেমিং সেকশনে শুরুতেই দেখলাম একটা ছেলে উই খেলছে। নিনটেন্ডোর উই টিন-এজারদের মধ্যে সর্বাধিক জনপ্রিয়। পাশেই ছিল এক্সবক্স এবং প্লে-স্টেশন। আমিও ২ মিনিট আলট্রা এইচডি স্ক্রিনে ফিফা ১৬ খেলে নিলাম। অসাধারণ। আলট্রা এইচডি টিভি লাগবেই।
নিনটেন্ডোর উই
ঘুরতে ঘুরতে প্রায় চলে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল স্যামসাং এর গিয়ার ভিআর। পাশে মিসেস কোথায় যেন গিয়েছে, তাকে খুঁজে ডেকে নিয়ে এলাম। দু'জনে ভার্চুয়াল রিয়েলিটি পরখ করলাম। স্যামসাং স্মার্টফোনের যে কোন টুডি গেম এই গিয়ারে লাগিয়ে খেললে সেটাকে ত্রিমাতৃক মনে হবে। একশ ডলার দাম সম্ভবত এই প্রোডাক্টের জন্য বেশি হয়ে গেছে। পঞ্চাশ অথবা ষাট ডলার এই প্রোডাক্টের জন্য যথেষ্ট দাম। ছবিটবি তুলে আমরা বের হয়ে এলাম।
স্যামসাং গিয়ার ভিআর
২০১৬ এর কোনো এক মাসে বেস্টবাই ৫০ বছরে পা রাখবে। আর আমি অপেক্ষায় থাকব ৫০ বছর উপলক্ষে স্পেশাল ডিলের। আজকের মত এখানেই সমাপ্ত।
শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
ডেলরে বিচ, ফ্লোরিডা