সর্বশেষ লিখেছিলাম ১৫ দিন আগে। এর মাঝে কত কি যে হয়ে গেল.....। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যপার তা হচ্ছে আমি এখন ২০১৬ সালে লিখছি। এর মাঝে অনেক শখের ফটোগ্রাফি করেছি। অনেকটা নিজের অজান্তেই ফটোগ্রাফিকে সিরিয়াসভাবে নিয়ে ফেলেছি। ইন্টারনেট ঘেঁটে বিখ্যাত ফটোগ্রাফ দেখার পাশাপাশি টিউটোরিয়াল ও দেখছি। সব কথার শেষ কথা হচ্ছে, খারাপ ফটোগ্রাফি বলতে কিছু নেই। এমনকি কোনো কারণ ছাড়া ক্যামেরা টেস্ট করতে যেয়েও যে ছবি তোলা হয় সেটারও তাৎপর্য আছে। যদি আপনাকে খারাপ বলতেই হয় তাহলে বলতে পারেন "ক্যামেরাটি খারাপ" অথবা "ফটোগ্রাফার খারাপ"।
আমার কাছে ফটোগ্রাফি হচ্ছে একটি পর্যবেক্ষণ শিল্প। আরও ভেঙে বললে, একটি খুব সাদামাটা স্থান যার পাশ দিয়ে মানুষ হয়ত হেঁটে চলে যায় কিন্তু ফিরেও তাকায় না সেই স্থানটিকে যদি আপনি অন্য পারসপেকটিভ থেকে কল্পনা করে সেটাকে ক্যামেরাবন্দি করেন এবং মানুষকে দেখান তখন আশা করা যায় তারা আপনার মত করে ভাববে এবং ভাল অনুভূতি পাবে। ফটোগ্রাফির মাধ্যমে আপনি আপনার আত্মাকে আনন্দ দিবেন এবং সেই সাথে আপনার অনুভূতি পাশের মানুষদের মাঝে ছড়িয়ে দিবেন। মানুষ হয়ত আপনার ফটোগ্রাফ দেখে নতুন করে ভাববে, হয়ত নতুন কোনো ইন্দ্রিয় আবিষ্কার করবে। ফটোগ্রাফির সার্থকতা এখানেই। আপনার কাছে ফটোগ্রাফির ডেফিনিশন কি সেটা জানাতে পারেন।
ভাল ফটোগ্রাফার হতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনার সামর্থ অনুযায়ী যে কোন ক্যামেরা ব্যবহার করতে পারেন, তবে লেনস ব্যবহার করবেন প্রয়োজন অনুসারে। অবশ্যই ক্যামেরার তিনটি বেসিক জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে: ১। আইএসও ২। অ্যাপারচার এবং ৩। শাটার স্পিড। এই তিনটি জিনিসের পারফেক্ট কম্বিনেশনে আপনি ক্যাপচার করতে পারবেন অসাধারণ ছবি। ইউটিউবে এসবকিছুর টিউটোরিয়াল বিদ্যমান।
শিল্প অথবা আর্ট প্রতিটি মানুষের মাঝে লুকোনো থাকে। সঠিক নির্দেশনা, সাপোর্ট এবং ম্যাটেরিয়াল পেলে যে কেউ তার শিল্প সত্ত্বাকে খুঁজে পেতে পারে। মানুষ বলে কথা, সৃষ্টির সেরা জীব। আপনিও চেষ্টা করে দেখতে পারেন, ফটোগ্রাফি না হোক, গান, কবিতা, গল্প, চিত্রাংকন এমনকি খেলাধুলা কোন শিল্পে আপনি পারদর্শী, এবং চর্চা করে যান, আত্মাকে তুষ্ট করুন।
কভার হিসেবে যে ছবিটা ব্যবহার করেছি সেটা ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের। দেখুন এখানে।
আমার সকল ফটোগ্রাফি এখানে।