দিনলিপি লেখার অভ্যেস আমার কোনোকালে ছিল না। ছোটবেলায় ট্রাই করেছিলাম একবার, সে বহুবছর আগের কথা। কত দিন গড়িয়েছে, কত নিঃসঙ্গ রাত কেটেছে, পৃথিবীর বয়স বেড়েছে সাথে আমারও। দিনলিপি লিখতে লিখতে যদি কয়েক বছর পার করে দেয়া যায় তাহলে পুরনো লিখাগুলো পড়ার সময় হয়তো গল্পের মতই মনে হবে। তাই প্রথম লিখাটার নাম দিলাম গল্পের শুরু। আমি জানি এখন থেকে যেদিনই লিখব সেদিন লেখার নতুন নতুন নাম দিতে হবে। কাজটা আমার জন্য খুব একটা সহজ নয়, যতটা না সহজ দিনলিপি লিখে ফেলা। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি।
আজ ডিসেম্বর মাসের ১৯ তারিখ। এ মুহুর্তে আমি আমার ম্যাকবুক নিয়ে বিছানায় শুয়ে শুয়ে লিখছি। পাশের টেবিলে থাকা আইম্যাকে বাজছে বাখের (Bach) ক্লাসিক্যাল মিউজিক। কম্পিউটারের ব্র্যান্ডের কথা উল্লেখ করলাম কারন আমি অ্যাপলের ডাই-হার্ড ফ্যান। ব্যপার টা এমন যে প্রয়োজনে আমি না খেয়ে থাকব কিন্তু আমি অ্যাপল ছাড়া একদিনও থাকতে পারব না। এই ক্রেজিনেসের শুরুটা হয়েছিল আইফোন থেকে। উল্লেখ্য যে, সেই আইফোনটা আমি এখনও ব্যবহার করছি এবং এটাই আমার সবচেয়ে পছন্দের ডিভাইস।
কিছুক্ষণ আগেও আমার ওয়াইফাই বাসায় ছিল। এখন সে তার কাজের জায়গায় অবস্থান করছে। বাসায় বলতে গেলে আমি একা। আজ ঘুম থেকে উঠে আমরা দু'জন একটা খেলা খেলেছি। খেলাটার নাম "রান্নাবাটি"। নামটা যেমনই শুনাক না কেন, রান্না কিন্তু সত্যি সত্যিই করেছি। ডাল, ভাত এবং মুরগী। মুরগী আবার ২ প্রকারের: ললিপপ আর গ্রিলড। খুব একটা যে মজা হয়েছে তা নয় কারণ আমি রান্নার মাঝে মাতবরি করেছি, তবে নিজেরা রান্না করে খাওয়ার যে তৃপ্তি সেটা টের পেয়েছি। আমার মিসেসের রান্নার হাত অসাধারণ। তার আরও একটি গুণ আছে যেটা সকল গুণের সেরা। আজ সে ব্যপারে বলছি না।
ঘড়িতে এখন বিকাল সাড়ে পাঁচটা। হয়ত একটু পরে কোনো মুভি দেখতে বসব অথবা ব্রাদার-ইন-ল (এক্সপেরিমেন্টাল-এক্সপার্ট-শেফ) এর সাথে ফিফা '১৬ খেলব। আমার মিসেসের মোবাইলে রান্নার সময় একটা মাত্র ছবি তুলেছিলাম। সেটা তার কাছে ভাইবারে চেয়েছি। সে ছবিটা দিলে এই লিখাটার সাথে জুড়ে দিব। আজকের মত এখানেই শেষ করছি।
শনিবার, ডিসেম্বর ১৯, ২০১৫
ডেলরে বিচ, ফ্লোরিডা।