কাউগার্ল এর সাথে ডেটিং


হলিডে সিজন চলছে, চারপাশে উৎসব উৎসব ভাব। প্রতিটি রাস্তার দুপাশে সুন্দর আলোকসজ্জা। পাবলিক প্লেসে ক্রিসমাস ট্রি এবং মিউজিক দিয়ে উৎসবের আমেজ বাড়িয়ে তোলা হয়েছে। এখন বিকেল  গড়িয়ে সন্ধ্যে হতে চলেছে। আজকের দিনটি অন্যান্য সকল দিনের মত হলেও রাত কিন্তু অত্যন্ত দীর্ঘ। উল্টোভাবে এবছরের জুন মাসের ২১ তারিখ ছিল সবচেয়ে বড় দিন। এ'কথা বলতে গিয়ে কেন যেন এভিচি'র "দ্য নাইটস" ট্র্যাকটি শুনতে ইচ্ছে হল। পাঠকের জন্য আমি সেটা লেখার সাথে জুড়ে দিলাম [soundy button]। যা হোক, গতকাল কিছু লিখতে পারিনি কারণ সময় পাইনি। সামনে এরকম দিন আরও আসবে, দিনের পর দিন হয়ত লিখার সময় পাব না।

ডায়ার পার্ক বাস্কেটবল গ্রাউন্ড

গতকাল আমি এক কাউগার্লের সাথে ডেটে গিয়েছিলাম। ঘাবড়াবেন না, এই কাউগার্ল আর কেউ নয় স্বয়ং আমার মিসেস। স্থানটি বাসা থেকে প্রায় ২৫ মাইল অর্থাৎ প্রায় ৪০ কিলোমিটার দূরে। যেতে সময় লাগে ৩০ মিনিটের মত। ওয়েস্ট পাম বিচের হেভারহিল রোডে অবস্থিত এই জায়গাটির নাম ডায়ার পার্ক। মূলত অনেকগুলো বাস্কেটবল গ্রাউন্ড, সকার ফিল্ড, ৫ মাইল সাইক্লিং ট্র্যাক, ফিশিং স্পট, পিকনিক স্পট ও বাচ্চাদের প্লেগ্রাউন্ড নিয়ে পার্কটি সাজানো। সম্পূর্ণ পার্কটির আয়তন ৫৬০ একরের একটু বেশি। পার্কের আশে পাশের মানুষজন এখানে মূলত বাস্কেটবল ও সকার খেলতে বিকেলে ঢু মারে। ছোট বাচ্চাদের নিয়ে বাবা মা রা বিকেলে সময় কাটাতে আসে। দূর থেকে অনেকে আসে পিকনিক অথবা সাইট সিয়িং এর জন্য। ফটোগ্রাফির জন্যও জায়গাটা বেশ ভাল। আর আমরা গিয়েছিলাম ডেটে।

No photo description available.

বাসায় ফিরে আসার পর আমাদের সময় কাটে অত্যন্ত ব্যস্ততায়। এরই মধ্যে আমি জানতে পারি স্পেসএক্স এর সাফল্যের কথা। এক ঐতিহাসিক মুহুর্তের কথা। ইলন মাস্কের স্পেসএক্স অনেকদিন আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল যে সাফল্য লাভের জন্য তা এখন পরিপূর্ণ।

ফ্যালকন-৯

২০১৪ সালের মাঝামাঝি তে তারা একটি ছোট্ট রকেট নিয়ে পরীক্ষা চালায় যেটার ভিডিও তারা পৃথিবীবাসীর কাছে  উন্মুক্ত করে দেয়। সেই ভিডিও তে দেখা যায় ফ্যালকন-৯ নামের একটি টু-স্টেজ রকেট মাটি থেকে কিছু দূর উপরে উঠে যায় এবং ধীরে ধীরে তা পুনরায় মাটিতে নেমে আসে। তখনই স্পেসএক্স কথা দিয়েছিল তারা প্রথমবারের মত পুন:ব্যবহারযোগ্য রকেট তৈরি করবে। অবশেষে গতকাল পৃথিবীবাসীর সামনে একটি লাইভ ইভেন্টে তারা ফ্যালকন-৯ কে লঞ্চ করে স্পেসে পাঠায় এবং মসৃণভাবে সেটাকে পৃথিবীতে অবতরণ করায়। আমার জীবদ্দশায় এরকম একটি মুহুর্ত অবলোকন করতে পেরে ভাগ্যবান অনুভব করছি। দ্য ফিউচার ইজ নাও।

মঙ্গলবার, ডিসেম্বর ২২, ২০১৫
ডেলরে বিচ, ফ্লোরিডা

Our Guarantee

Share your guarantees with your customers.

Our Guarantee

Share your guarantees with your customers.

Our Guarantee

Share your guarantees with your customers.

Our Guarantee

Share your guarantees with your customers.