বেশ দেরি করে ঘুম ভাঙল। সচরাচর আমার ঘুম ভাঙলে প্রথম কাজ হচ্ছে মোবাইল হাতে নিয়ে সকল নোটিফিকেশন চেক করা। তবে মাঝে মাঝে এমন দিন আসে যখন ঘুম ভাঙলে আমি গোলকধাঁধায় পরে যাই। আমার মাথায় শর্ট সার্কিট হয়ে যায়, কোথায় আছি কি করছি বুঝে উঠতে পারি না। আজ ছিল এমন একটি দিন। আস্তে আস্তে নিজেকে ফিরে পেলাম এবং তখনই পাশের টেবিলে থাকা ম্যাকবুকটা টেনে নিয়ে খুলে লিখতে বসলাম।
লিখতে শুরু করার আগে আজ ম্যাকবুকেই সকল নোটিফিকেশন চেক করেছি। এমুহুর্তে সম্ভবত আমি বাসায় একা। কোনো সাড়া শব্দ নেই। মিসেস নিশ্চই আমাকে ঘুম থেকে উঠানোর ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে নিজের কাজের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এখন আফসোস হচ্ছে উঠতে পারিনি বলে। আবার শুরু হল একটি নিরামিষ দিনের। একটু পরে কম্পিউটারে কাজ শুরু করব, কাজের মাঝেই আনন্দ খুঁজে নিতে হবে।
আজ আমার বান্ধবীর জন্মদিন। আমার হাতে গোনা মাত্র কয়েকজন বান্ধবী আছে। আমাদের ফ্রেন্ডশিপের বয়স ৮ বছর অতিক্রম করতে চলেছে। আমার যতদূর মনে পড়ে প্রতিবছর ডিসেম্বর মাসের ২১ তারিখ রাতে আমরা সব বন্ধুরা মিলে ওর বাসায় স্টেওভার করতাম। কখনও মিস হয়নি এক্সসেপ্ট এ'বছর। কী আর করব, আমি যে প্রায় ১০ হাজার মাইল দূরে। দূর থেকেই উইশ করছি।
মেইন দরজা নক করার শব্দ পেয়ে উঠে দরজা খুললাম। ব্রাদার-ইন-ল এসেছে। ওকে গতকাল আমি একটা টাইটেল দিয়েছি "সার্টিফাইড ফিফা প্লেয়ার"। মাত্র এক মাস আগে যখন খেলা শুরু করেছিলাম ওর সাথে, তখনকার খেলা আর এখনকার খেলার মাঝে বিস্তর ফারাক। বেশ কয়েকটি গেমে টানা হেরেছি ওর কাছে। যখন আমি নিজের খেলার লেভেল পরিবর্তন করেছি তখনই শুধু মাত্র ওর সাথে জিতেছি। অর্থাৎ ওর সাথে আমাকে প্রো-এর মত খেলতে হবে। বিষয়টা এখন আর চাইল্ডস প্লে নেই। বেটা জিনিয়াস।
হাংরি নাকি? জ্বি। কিছু একটা খেতে হবে। নুডুলস বানিয়ে খাব হয়ত। আজকের মত এখানেই শেষ।
রবিবার, ডিসেম্বর ২০, ২০১৫
ডেলরে বিচ, ফ্লোরিডা।